ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দারুণ এক হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। এর মাধ্যমে দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে বক্সের মধ্যে বল পাঠান অধিনায়ক জামাল ভূঁইয়া। ভেসে আসা বলে নিপুণ দক্ষতায় হেড করেন হামজা। বল ঠাঁই পায় জালে।
এই ম্যাচ দিয়েই প্রথমবার দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন হামজা। এর আগে গত মার্চে ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই লেস্টার সিটি ফুটবলারের।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন ও ফাহামিদুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT