হ্যাল্পিং হ্যান্ডস ইউকের উদ্দ্যেগে নবীন সংঘ নয়াগ্রাম’র সহায়তায় রমযানের খাদ্য সামগ্রী বিতরণ

- আপডেট সময়ঃ ১১:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে।

পবিত্র মাহে রমযান উপলক্ষে বৃহত্তর নয়াগ্রামের ১৭০ অসচ্ছল পরিবারের মধ্যে নয়াগ্রাম হ্যাল্পিং হ্যান্ডস ইউকের উদ্দ্যেগে নবীন সংঘ নয়াগ্রাম’র সহায়তায় রমযানের খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার ১ মার্চ সকালে থেকে বাড়ি বাড়ি গিয়ে সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ২৫ কেজি চাল, ৫কেজি পিয়াজ,২ কেজি ডাল,২কেজি চানা ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণ।
নবীন সংঘ নয়াগ্রাম এর সাধারণ সম্পাদক মো:আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় রমযানের খাদ্য সামগ্রী বিতরণ কালে
এ সময় উপস্থিত ছিলেন নবীন সংঘ নয়াগ্রাম’র সভাপতি শামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড’র কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েক, কোষাধ্যক্ষ জানে আলম,সদস্য জামাল খান, দেলোয়ার খান,ময়নুল ইসলাম,তানভীর এলাহী মজুমদার, জসিম উদ্দিন, আহমদ সাঈদ, রফিউল ইসলাম স্বপন,ইমরান আহমদ, মুর্শেদ খান, হাসান আহমদ,আব্দুল কাদির, গোলাম রেজা তুফা, সুমন প্রমুখ।