১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে যোগ দিন: পীরসাহেব মধুপুর

- আপডেট সময়ঃ ০৭:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে।

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে পীর সাহেব মধুপুরকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেটের উলামা মাশায়েখগণ। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেটের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দরগাহ হজরত শাহজালাল রাহ. মাদরাসা মিলনায়তনে ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফলের লক্ষ্যে অনুষ্ঠিত উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পরবর্তী এমন ঘোষণা দেন সিলেটের উলামায়ে কেরাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমীর ও সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আদর্শকে আঁকড়ে ধরতে পারলেই দুনিয়া ও আখেরাতে শান্তি। কাদিয়ানীরা কাফের। তারা মুসলিম পরিচয় থাকতে পারে না। কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা রুখে দাঁড়ানো সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব। তিনি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আহুত আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান। এসময় বিশেষ অতিথির বক্তৃব্য পেশ করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা রশিদ আহমদ।
সিলেট জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন ও মহানগর খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমীর পরিচালনায় উলামা ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরইঘাটী ও মহানগর শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী।
এসময় উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ অভিমত পেম করেন দরগাহ হজরত শাহজালাল রাহ. মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ি, ধনুকান্দি মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা মুশতাক আহমদ খান, নয়াসড়ক মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা সাইফুল্লাহ, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা আবুল খয়ের বিথঙ্গলী, মাওলানা মিঠিপুরী, মাওলানা এহতেশামুল হক কাসিমী, মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা কামাল উদ্দিন বাদাঘাটী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা হাফিজ জাকির হোসেন প্রমুখ।