বিয়ানীবাজার পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি ডাকবাংলো-উপজেলা সড়ক। অথচ দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়া জরাজীর্ন ও চলাচল অনুপযোগী হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এ সড়ক। অবশেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার নির্দেশনায় কভিড নাইনটিন রেসপন্স ও রিকভারি প্রকল্পের আওতায় সড়কের সংস্কার কাজ শুরু করেছে পৌরসভা। রোববার থেকে সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় খুশি ভুক্তভোগীরা।
পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের উত্তরপাশ দিয়ে এ সড়কটি উপজেলা চত্বর, পৌরসভা কার্যালয়, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়সহ পৌরসভার কয়েকটি গ্রামের চলাচলের প্রধান সড়ক। মাত্র কয়েকশত মিটারের এ সড়কের সংস্কার নিয়ে বিগত সময়ে দায়িত্বশীলরা সংস্কার নিয়ে উদাসীন ছিলেন। এমনকি উপজেলা প্রশাসনও এ সড়ক সংস্কার নিয়ে দীর্ঘদিন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সম্প্রতি পৌরসভা দরপত্রের মাধ্যমে ১ কোটি ৪৫ লাখ টাকা টাকা ব্যয়ে এ সড়ক দুইভাগে সংস্কার কাজের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছে মেসার্স মো. জিল্লুর রহমানকে। ডাক বাংলো সড়কের সাথে সংযুক্ত আলুতলি সড়কের ফতেহপুর এলাকার ৪৭০ মিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে জানান পৌরসভার সহকারি প্রকৌশলী ফরহাদুল হক।ডাক বাংলো সড়ক ও আলুতলি সড়কের ফতেহপুর এলাকার সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, পৌরবাসীর ভোগান্তি দূর করতে সড়কটি সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে।
জনগুরুত্বপূর্ণ এ সড়ক সংস্কারে বিগত সময়ে উপজেলা প্রশাসন কিংবা পৌরসভার দায়িত্বশীল কেউই গুরুত্ব দেননি। যার কারণে কয়েকশত মিটারের এ সড়ক দিয়ে চলাচলে ভোগতে হয়েছে চালক যাত্রিসহ সাধারণ মানুষ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT