০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে শোয়া কর্মসূচী

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৯:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ১১৮ বার পড়া হয়েছে।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (০৩ অক্টোবর ) সন্ধ্যা ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২৭তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস উদযাপন, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটির শপথ অনুষ্ঠান সফলে আলোচনা করা হয়। সভায় ১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা ও নতুন ট্রেন চালুর দাবীতে আগামী ১৫ অক্টোবর বুধবার রেললাইনে শোয়া কর্মসূচী সফলে প্রস্তুতি সভার উদ্যোগ গ্রহণ করা হয়। ১ নভেম্বর থেকে জাতীয় যুব দিবস-এর তারিখ পরিবর্তন করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় ও জাতীয় যুব দিবসের তারিখ ১ নভেম্বর পূনরায় ঘোষণা দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি জোর দাবি জানানো হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে আগামী ৮ অক্টোবর বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১১টায় যুব সমাবেশ ও বেলা সাড়ে ১১টায় ১০ মিনিট শোয়া কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। উল্লেখ্য, ২৭ আগষ্ট বুধবার, ১ নভেম্বর থেকে জাতীয় যুব দিবস-এর তারিখ পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস-এর তারিখ বহাল দাবীতে প্রধান উপদেষ্টা সহ ২৩ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলুর পরিচালনায় সভায় জাতীয় যুব দিবসের স্বার্থকতা ব্যক্ত করে স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম অভিভাবক যোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক গনেন্দ্র চদ্র দাস দেশমুখ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, যুবনেতা মোঃ মহসিন উদ্দিন সুমন, মোঃ রমজান আহমদ শাকিল, মখছুছুর রহমান, মিরাজ রহমান রাহাত ও মোঃ আতা এলাহী।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন