সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

২২ জানুয়ারি সিলেটে আসছেন তারেক রহমান, প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৬২ বার পড়া হয়েছে।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে ২২ জানুয়ারি সিলেট আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সড়ক পথেই সিলেট আসবেন বলে জানা গেছে।

আগামী ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ফলে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন তারেক রহমান।বিএনপি সূ্ত্রে জানা গেছে, ওই দিন সিলেট এসে হযরত শাহাজলাল ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন তারকে রহমান। এরপর সিলেটের ঐতিহসাকি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এসব তথ্য জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফলে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়া হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ জানিয়েছেন, ২২ জানুয়ারি সড়ক পথে তারেক রহমান ঢাকায় ফেরার পথে হবিগঞ্জেও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন