প্রতিষ্ঠার পর থেকে কাঙ্খিত সেবা প্রদানে কিছুটা পিছিয়ে ছিল আয়েশা হক হাসপাতাল। তবে গত দুই বছরে ব্যবস্থাপনা পরিষদের পরিবর্তনে হাসপাতালের চিকিৎসা সেবার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেবা প্রদানের এ অগ্রযাত্রায় এবার আয়েশা হক হাসপাতালে যুক্ত হয়েছে ২৪ ঘন্টা জরুরী সেবার জন্য ইমাজেন্সি বিভাগ। একই সাথে নিবিড় পর্যবেক্ষণ বেড, মনিটরসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম।
শুক্রবার ইমাজেন্সি বিভাগসহ আয়েশা হক হাসপাতালের নতুন চিকিৎসা সেবার সংযোজন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হাসপাতালের দায়িত্বশীলরা। ফিতা কেটে উদ্বোধন করেন আয়েশা হক হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. মো. শাহিদ আহমদ তুহিন, ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুল ইসলাম, পরিচালক আনিসুর রহমান, রুহুল আমিন ও আকছার হোসেন, ডা. আজহারুল ইসলাম রানা, ডা. আরিফুল হক চৌধুরী, ডা. সালাহ উদ্দিনসহ আরো অনেকে।
এ সময় আয়েশা হক হাসপাতালের সেবা মান বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করে দায়িত্বশীলরা বলেন, আধুনিক ও উন্নত সেবার প্রদানের লক্ষে আয়েশা হক হাসপাতাল নিরলস ভাবে কাজ করছে ।
সুলভ মূল্যে আধুনিক চিকিৎসা সেবার সাথে সার্বক্ষণিক সেবা প্র্রদানের লক্ষে ইমার্জেন্সি বিভাগ চালু করলো আয়েশা হক হাসপাতাল ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT