০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

৫০০ উইকেটের মাইলফলকে সাকিব

খেলাধুলা ডেস্ক :
  • আপডেট সময়ঃ ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে।

জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজে নেমেছিলেন দেশের হয়ে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে বিদায় নিতে চাইলেও পারেননি রাজনৈতিক কারণে।

এসবের মাঝেও তিনি খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফর্মের সঙ্গে লড়াই করেও বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। সেখানেই গতকাল (২৪ আগস্ট) স্পর্শ করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক।

পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই ছুঁলেন ৫০০ উইকেটের মাইলফলক। ম্যাচে ২ ওভার বোলিং করে ১১ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট।

সাকিব আল হাসানের আগে মাত্র চারজন বোলার এই রেকর্ড গড়েছেন। তারা হলেন – রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহির। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

শুধুমাত্র যে ৫০০ উইকেট নিয়েছেন তা নয়। টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন সাকিব।

দারুণ এই অর্জনে উচ্ছ্বসিত সাকিব বলেন, ‘এটা দীর্ঘ পরিশ্রমের ফল। এমন মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। ক্যারিয়ারে যা অর্জন করেছি, সেটি নিয়ে আমি সন্তুষ্ট।’

এই রেকর্ড গড়তে তিনি খেলেছেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস।

বল হাতের ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৮ বলে ২৫ রান। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। সিপিএলে খুব একটা বোলিং করার সুযোগ পাচ্ছেন না তিনি এবার। সর্বোচ্চ ২ ওভার করে বোলিং করেছেন তিনি।

তবে বোলিং কোটা পূরণ করার সুযোগ না পেলেও দলের জন্য অবদান রাখার ব্যাপারে প্রত্যয়ী সাকিব বলেন, ‘আমি খুব বেশি বোলিং করিনি, একই সঙ্গে একটু নার্ভাসও। আরও বেশি ওভার বোলিং না পাওয়ায় চারপাশে অনেক নেগেটিভ কথা হচ্ছে। সবকিছুই দলের জন্য। আমি যখনই সুযোগ পাই তখনই অবদান রাখতে চাই। সবসময় আমার লক্ষ্য থাকে যেন আমি দলের হয়ে অবদান রাখতে পারি।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

৫০০ উইকেটের মাইলফলকে সাকিব

আপডেট সময়ঃ ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজে নেমেছিলেন দেশের হয়ে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে বিদায় নিতে চাইলেও পারেননি রাজনৈতিক কারণে।

এসবের মাঝেও তিনি খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফর্মের সঙ্গে লড়াই করেও বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। সেখানেই গতকাল (২৪ আগস্ট) স্পর্শ করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক।

পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই ছুঁলেন ৫০০ উইকেটের মাইলফলক। ম্যাচে ২ ওভার বোলিং করে ১১ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট।

সাকিব আল হাসানের আগে মাত্র চারজন বোলার এই রেকর্ড গড়েছেন। তারা হলেন – রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহির। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

শুধুমাত্র যে ৫০০ উইকেট নিয়েছেন তা নয়। টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন সাকিব।

দারুণ এই অর্জনে উচ্ছ্বসিত সাকিব বলেন, ‘এটা দীর্ঘ পরিশ্রমের ফল। এমন মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। ক্যারিয়ারে যা অর্জন করেছি, সেটি নিয়ে আমি সন্তুষ্ট।’

এই রেকর্ড গড়তে তিনি খেলেছেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস।

বল হাতের ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৮ বলে ২৫ রান। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। সিপিএলে খুব একটা বোলিং করার সুযোগ পাচ্ছেন না তিনি এবার। সর্বোচ্চ ২ ওভার করে বোলিং করেছেন তিনি।

তবে বোলিং কোটা পূরণ করার সুযোগ না পেলেও দলের জন্য অবদান রাখার ব্যাপারে প্রত্যয়ী সাকিব বলেন, ‘আমি খুব বেশি বোলিং করিনি, একই সঙ্গে একটু নার্ভাসও। আরও বেশি ওভার বোলিং না পাওয়ায় চারপাশে অনেক নেগেটিভ কথা হচ্ছে। সবকিছুই দলের জন্য। আমি যখনই সুযোগ পাই তখনই অবদান রাখতে চাই। সবসময় আমার লক্ষ্য থাকে যেন আমি দলের হয়ে অবদান রাখতে পারি।’

নিউজটি শেয়ার করুন