আগামী ৬ নভেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৮টা, গীতিকবি সুহেল ইবনে ইসহাকের লেখা নতুন গান “মন মাঝি” মুক্তি পাচ্ছে “Suhel Ishak Official” ইউটিউব চ্যানেলে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শুদ্ধ সংগীত চর্চার অন্যতম পথিকৃৎ, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সংগীতশিল্পী, ১৯৮১-৮২ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লোকসংগীতে চ্যাম্পিয়ন, “ধামাইল দিবস” বাস্তবায়ন আন্দোলনের অগ্রপথিক লাভলী দেব। পাশাপাশি গানটির সুর করেছেন তিনি।

গানে বাঁশিতে ছিলেন মামুন, দোতরা ও মেন্ডোলিনে আনন্দ শিকদার, এবং সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়।
গানটি সম্পর্কে শিল্পী লাভলী দেব বলেন,“বিরহী ভাবধারার এই গানটি শ্রোতামহলে এক বিশেষ নিবেদন সৃষ্টি করবে। গানটিতে সুর, কণ্ঠ ও চিত্রগ্রহণে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে।”
গীতিকার সুহেল ইবনে ইসহাক বলেন, “বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য নিয়ে আমি নিয়মিত গান লিখে যাচ্ছি। ফোক তথা গ্রামীণ জীবনের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে কাজ করছি। ‘মন মাঝি’ গানে আমি আবহমান বাংলার রূপ বৈচিত্র্যের মাঝে বিরহের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের মনোরম লোকেশনে।

ভিডিও পরিচালনা করেছেন এডভোকেট মোস্তাক বাহার, চিত্রগ্রাহক সুমন দেবনাথ ও জোবায়েদ জুয়েল। সহকারী পরিচালক দিতি দাস, পরিচালনা সহকারী উজ্জ্বল দেওয়ান ও লিমন, এবং সম্পাদনা করেছেন ডি.এন. সুমন।
সুহেল ইবনে ইসহাক আশা প্রকাশ করেছেন, “মন মাঝি” গানটি শ্রোতামহলের ভালো লাগবে ও শ্রুতিমধুর অভিজ্ঞতা দেবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225