৭ দিনের মধ্যে ইউএনওকে অপসারণ না করলে কঠোর আন্দোলন

- আপডেট সময়ঃ ০৫:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে।

অনিয়ম, দূর্নীতি, সেচ্ছাচারিতা ও ফ্যাসিস্টদের পূর্ণবাসনের অভিযোগ তুলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মূশফিকীন নূরের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার দূপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে ‘ফ্যাসিবাদ বিরোধী জামালগঞ্জের সচেতন নাগরিক বৃন্দ’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
যুবদল নেতা মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো.শাহজাহান, বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, যুব জমিয়তের সাবেক কেদ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি কাজী রশীদ আহমদ, ইসলামী আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ কামাল হোসেন, উপজেলা যুবদল নেতা শাহ মো: লিয়াকত আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী, সেচ্ছসেবক দল নেতা তোফায়েল আহমদ, ছাত্রদল নেতা আবু সুফিয়ান প্রমূখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে রক্তে অর্জিত আজকের বাংলাদেশ। বিপ্লবী সরকারের আমলে আওয়ামী দোসরদের পূর্ণবাসন, সেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করছেন ইউএনও মূশফিকীন নূর। তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সরকারী বরাদ্ধের উন্নয়ন প্রকল্পে কাজের অনিয়ম করে চলেছেন। তার বাসার কর্মচারী দিয়ে উপজেলার সকল সংস্কারকাজ ও উন্নয়ন প্রকল্পের কাজ করিয়ে উপজেলায় সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
তিনি আওয়ামীলীগের আমলে বিভিন্ন দূর্নীতি করেছেন। এখনও করছেন। আগামী ৭দিনের মধ্যে ইউএনওকে অপসারণ না করলে উপজেলাবাসীকে নিয়ে পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।