বসনিয়া ও হার্জেগোভিনার কুপ্রেস পৌরসভার মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র ছিল ঐতিহাসিক রাভনো মসজিদ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল ছোবলে ভেঙে পড়ে পাথরের গম্বুজ, ধসে যায় দেয়াল আর স্তব্ধ হয়ে যায় মিনারের সুমধুর ধ্বনি। দীর্ঘ ৮৫ বছর নীরব এই স্থাপনা স্থানীয় মুসলমানদের বেদনার প্রতীক হয়ে দাঁড়িয়ে ছিল।
কিন্তু অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। ২০২৪ সালের ১৭ মে স্থানীয় মুসলমানদের অক্লান্ত প্রচেষ্টা ও ঐকান্তিক উদ্যোগে শুরু হয় মসজিদ পুনর্নির্মাণের কাজ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ১০ জুলাই অনুষ্ঠিত হয় নতুন ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান।
এই মহৎ উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেয় বসনিয়া ও হার্জেগোভিনার সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, পৌরসভা, বেসরকারি কম্পানি ও ব্যক্তিগত দাতারা। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ ক্রোয়েশিয়া ও মন্টিনেগ্রোর মুসলিম সম্প্রদায়ও আর্থিক অনুদান প্রদান করে। স্থানীয় ও আন্তর্জাতিক মুসলিম ভ্রাতৃত্বের এ সম্মিলিত সহায়তায় ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে গেছে এক নবনির্মিত সৌধ।
নতুন রূপে গড়ে ওঠা রাভনো মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামিক কমিউনিটির সম্মানিত চেয়ারম্যান ড. হুসেইন কাভাজোভিচ। উদ্বোধনের দিন রাভনোর আকাশে আবারও ভেসে উঠবে বহু প্রতীক্ষিত আজানের ধ্বনি।
স্থানীয় মুসলমানরা বিশ্বাস করেন, রাভনো মসজিদের এই পুনর্জাগরণ শুধু একটি স্থাপনার নয়, বরং পুরো সম্প্রদায়ের ঐক্য, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। দীর্ঘ ৮৫ বছরের নীরবতা ভেঙে আবারও মিনার থেকে ধ্বনিত হবে—
“আল্লাহু আকবার।”
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT