বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের মৃত্যুতে এমরান আহমদ চৌধুরীর শোক

- আপডেট সময়ঃ ০২:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৩৩ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, “জসিম উদ্দিন জুয়েল ছিলেন দলের এক নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী সংগঠক। সংগঠনের প্রতিটি স্তরে তার ছিল আন্তরিক সম্পর্ক। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে অবিচল থেকে বিএনপিকে সুসংগঠিত করতে সর্বদা সক্রিয় ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি পরিবার এক বিশ্বস্ত ও পরিশ্রমী নেতাকে হারালো—যা অপূরণীয় ক্ষতি।”
এমরান আহমদ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, পৌর বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল বৃহস্পতিবার দিবাগত (২১ নভেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুম্মা বেলা ২টা ২০ মিনিটে শ্রীধরা নবাং শাহী ঈদগাহ মাঠে সম্পন্ন শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ।



















