সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বিয়ানীবাজারে বিজয় দিবসের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৪:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার।

সভায় ব্যাপক আকারে দিবসটি পালনের লক্ষে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।এতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারী কাজী আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, চেয়ারম্যান ফরিদ আহমদ, চেয়ারম্যান আব্দুল মন্নান, সাবেক কাউন্সিলার মিছবাহ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।তাছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে গত বছরের মতো এবারও তিন দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে প্রশাসন।

বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘বিজয় দিবস বাংলাদেশের গৌরবময় দিন। এবছর বিজয়ের উদযাপনে ধর্ম, বর্ণ, বয়স, জাতি, শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য