১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সিলেটে আ.লীগের ৩৬ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৯:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ১১৬ বার পড়া হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের চারটি মামলায় আওয়ামী লীগের ৩৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়া জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জে পরপর চারটি বিস্ফোরক আইনের মামলা রুজু হয়। এ চারটি মামলার ৩৬ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল বর্মন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, মুহিবুর রহমান, এটিএম ফয়সল, মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার আহমদ সাগর, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, আ.লীগ নেতা মাসুকুর রহমান মারুফ, যুবলীগ নেতা শামিম আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য