১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনামঃ
সোনাই নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে বিয়ানীবাজারের পূর্ব তাজপুরের সড়ক বসতবাড়ি

ডেস্ক নিউজ:
- আপডেট সময়ঃ ০৯:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ১৩২ বার পড়া হয়েছে।

বছরের বছর ধরে ভাংছে সোনাই নদীর তীর বর্তী জনপদ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব তাজপুর এলাকা। নদী ভাঙ্গনে গ্রামের একমাত্র যোগাযোগ সড়কটির বহু জায়গা বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বাড়িঘর।
কয়েক যুগ থেকে নদী ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন রোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। গ্রামবাসী চলাচলের সড়ক রক্ষা করতে বাঁশের বেড়া দিলেও সেটি কোন কাজে আসছেনা। দীর্ঘদিন থেকে ভাঙ্গন অব্যাহত থাকায় নদী পূর্ব তাজপুর গ্রামের প্রায় ১০০ মিটার ভেতরে চলে এসেছে। এর ফলে অনেকে নিঃস্ব হয়েছে। অনেকে বসতঘর হারানোর শংকায় রয়েছেন।
সোনাই নদীর ভাঙন রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামবাসী
ট্যাগসঃ