০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
মনতলায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি
- আপডেট সময়ঃ ০৩:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন বহরা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি আপন ঘোষ, সাধারণ সম্পাদক বাপ্পি ভট্টাচার্য্যসহ প্রতিটি মণ্ডপের সভাপতি ও সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পূজা উদযাপন নিশ্চিতে নিরাপত্তা জোরদার, সমন্বিত প্রচেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
ট্যাগসঃ