ভেজাল দুধ তৈরির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

- আপডেট সময়ঃ ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে।

যশোরের কেশবপুরে ভেজাল দুধ তৈরি করে তা বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাথরঘাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও সজীব ঘোষ (২৮) গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে তা বিক্রি করে আসছেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করে সেগুলো নষ্ট করে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ‘ভেজাল দুধ তৈরি করার দায়ে ওই তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করাসহ ভেজাল দুধ তৈরির উপকরণ বিনষ্ট করা হয়েছে।