রাজা জিসি হাই স্কুল ও কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০৬:২১:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৩ বার পড়া হয়েছে।

ঐতিহ্যবাহী রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর ওরিয়েন্টেশন বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত সাহেবের সভাপতিত্বে ও আব্দুল হালিমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শাখার কো-অর্ডিনেটর মো. কবির খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলতি শিক্ষার্থীদের আহবান জানিয়ে বলেন, তোমরা জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা যেন আগামীর বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কো-অর্ডিনেটর তার দিক নির্দেশনামূলক বক্তব্য বলেন, আমরা যেন উক্ত প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে একজন দক্ষ সৈনিক হতে পারি।
সভাপতি তার বক্তব্যে সিলেটবাসীর উদ্দেশে আহবান করেন আমরা যেন ১৩৯ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠকে এগিয়ে নিতে অংশিধার হই।
এ ছাড়া বক্তব্য প্রদান করেন প্রভাষক সুলেমান আহমদ, লিকসন আহমেদ, আব্দুল বারী, অভিভাবক প্রতিনিধি আশোক কুমার রায় প্রমুখ।