০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি ক্ষমতায় আসলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন হবে: ফয়সল চৌধুরী

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১২:৪৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন- গত দেড় যুগেরও বেশি সময় স্বৈরাচার আওয়ামী সরকার বিএনপির উপর দমন-পীড়ন চালিয়েছে। কিন্তু বিএনপি দমে যাওয়া তো দূরের কথা, কার্যক্রমে আরও গতিশীল হয়েছে। কিন্তু যারা এক-দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন দেখে বিএনপির সমালোচনায় মেতেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগাম ফলাফল বলে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি- দিবাস্বপ্ন দেখে লাভ নেই। বিএনপি থমকে যাওয়ার দল নয়। বিএনপি সুসংগঠিত একটি বৃহৎ রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই জয়লাভ করে ক্ষমতায় যাবে। বিএনপির এই ১৫ বছরের ত্যাগের মূল্যায়ন করবেন দেশবাসী। বিএনপি ক্ষমতায় আসলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম শাহজালাল বাজারে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন। এসময় আরও বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে জনাব তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এজন্য আমাদের নেতাকর্মীদে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ। সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া, যুগ্ন সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ প্রচার প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রুসতুম উদ্দিন, যুগ্ন সম্পাদক নিজাম আলি বুইয়া, ২নং ওয়াড বিএনপি সভাপতি মো:মুসলেম উদ্দিন সহ সভাপতি জমির উদ্দিন,২নং ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট জেলা যুবদলের মৎস ও পশু পালন বিষয়ক সম্পাদক কয়রুল আলম, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম এ হাসনাত জামিল যুবদল নেতা শিব্বির, নাজিম উদ্দিন, আহমদ, জামিল আহমদ,অলিউর রহমান তারেক, কুড়ার বাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদ উল্লাহ, কুড়ার বাজার ইউনিয়ন ছাএদলের সহ সাংগঠনিক সম্পাদক মুন্না আহমদ,ছাএদল নেতা মাহবুব আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাএদলের সাধারণ সম্পাদক রায়হাম, যুগ্ব সম্পাদক মাবিয়া আলম রুহান, কুড়ারবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা। সভায় ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন