জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে: শাহীনূর পাশা চৌধুরী

- আপডেট সময়ঃ ০৭:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা কর্মসূচি জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ জুময়া বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিটি পয়েন্টে সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলান এমরান আলমের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি, জামেয়া দারুল কোরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাসিক তৌহিদী পরিক্রমার সম্পাদক জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সানা উল্লাহ, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা কমর উদ্দিন, মাওলানা মুহিবুর রহমান, প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, হাফিজ কয়েছ আহমদ, মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মাওলানা আব্দুর রব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা না হলে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ভোট হবে না। তাই আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। তিনি বলেন, একটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করে সুষ্টুভাবে ভোট দিতে পারা বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা রয়েছে। কারণ তারা দীর্ঘদিন ফ্যাসিষ্ট সরকারের কারণে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নি। যদি এখনো সেই পরিস্থিতি হয়, তাহলে জনগণ আবারো ক্ষিপ্ত হবে। বক্তারা আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য বর্তমানের প্রতি জোর দাবি জানান।