জাতীয় দলের পেসার ইবাদতের বাবা চিরনিদ্রায় শায়িত

- আপডেট সময়ঃ ০৭:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭৯ বার পড়া হয়েছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা ও সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে সিলেট ওয়েসিস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।নিজাম উদ্দিন চৌধুরীর বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে হলেও বর্তমানে তিনি একই ইউনিয়নের রুকনপুর গ্রামে পরিবারসহ বসবাস করছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নিজাম উদ্দিন চৌধুরী। তিনি এর আগেও একাধিকবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন, এমনকি সিএমএইচেও চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত চিকিৎসা চলছিল এবং শারীরিক অবস্থাও কিছুটা উন্নত হয়েছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ছেলে এবাদত হোসেন তাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন। পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
























