০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিয়ানীবাজারে দর্জির লালসার শিকার কিশোরী

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময়ঃ ১১:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে।

 

বিয়ানীবাজার উপজেলার একটি গ্রামীণ বাজারে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি নবদ্বীপ বৈদ্য (৫৫) উপজেলার লাউতা ইউনিয়নের কালিবাড়িবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেইলার্সের দোকান পরিচালনা করছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী কিশোরীর পরিবার বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর পরিবারের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের কালিবাড়িবাজার এলাকায় বসবাস করছেন।
জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় স্থানীয় কালিবাড়িবাজারে নবদ্বীপ বৈদ্যের দোকানে এ ঘটনা ঘটে। ঘটনার সময় দোকানে সন্দেহজনক অবস্থায় কিশোরী ও নবদ্বীপ বৈদ্যকে দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক। তারা ভিডিও ধারণ করেন এবং কিশোরীকে জিজ্ঞাসাবাদের পর সে জানায়, তার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। প্রাথমিকভাবে বাজার কমিটি বিষয়টি সমাধানের চেষ্টা করে এবং বিষয়টি ধামাচাপা দেয়ার অভিযোগ ওঠে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সন্দ্বীপ পাল বলেন, ‘আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। ঘটনাটি সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ তখন ছিল না।’
ভুক্তভোগী কিশোরীর বাবা জানিয়েছেন, তারা স্থানীয় না হওয়ায় প্রথমে ভয়ে মুখ খোলেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় মেয়েকে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে যান। তিনি বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার বিচার চাই। আমরা থানায় মামলা দায়ের করেছি।’
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী বলেন, ‘আমরা কিশোরী যৌন নির্যাতনের ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন