১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
অর্থোপেডিক্স, সার্জন ডা. বীজন সাহার পূর্বের চেম্বার পরিবর্তন করে এখন সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসে

প্রেসবিজ্ঞপ্তি:
- আপডেট সময়ঃ ০৪:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে।

পূর্বের রোগী দেখার চেম্বার এ আলী ফার্মেসির পরিবর্তন করে আগামী বৃহ;বার থেকে বিয়ানীবাজার সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস (সিএমএস )নিয়মিত রোগী দেখবেন , ঢাকা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, এর অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ,অর্থোপেডিক্স, ট্রমা ও স্পাইন সার্জন ডা. বীজন সাহা,এমবিবিএস, পিজিটি (সার্জারী), ডি-অর্থো বিএমইউ (পিজি হাসপাতাল) বিয়ানীবাজার সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার: বিকেল ৫টা – রাত ১০টা শুক্রবার: সকাল ৮টা – রাত ৮টা পর্যন্ত এ তথ্য জানিয়েছেন সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসে “র কতৃপক্ষ। রোগী দেখানোর জন্য এখন থেকে ০১৩১৬-৯৯৩৩৫৫, ০১৩২১-১৪১ ৫২৫এই নাম্বারে প্রদান করা হবে।
ট্যাগসঃ