০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ১২:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বড়লেখা উপজেলার সভাপতি বদর উদ্দিন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন বিষয়ক মামলার অন্যতম বাদী, সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় সমন্বয়ক সালিকুর রহমান সালিক। প্রধান অতিথি বলেন, চলতি সপ্তাহেই দেশের সকল প্রধান শিক্ষকের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ১০ম গ্রেড প্রাপ্তির জিও জারী হতে যাচ্ছে। যা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বিয়ানীবাজার উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ইসলাম উদ্দিন, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, জুড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বড়লেখা উপজেলা সমিতির সিনিয়র সহসভাপতি অঞ্জনা রানী দে, সাধারণ সম্পাদক স্বপন কুমার চৌধুরী, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছয়ফুল হক, বড়লেখা উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি নূরুল ইসলাম ও সহসভাপতি বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিনকে সভাপতি, এম এইচ এস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী ও অঞ্জনা রানী দেকে সিনিয়র সহসভাপতি, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছয়ফুল হককে সাধারণ সম্পাদক এবং ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য বড়লেখা উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট প্রধান শিক্ষক কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন