০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনামঃ
মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে বিজয়ী হলেন সাংবাদিক নাহিদ

মাধবপুর প্রতিনিধি
- আপডেট সময়ঃ ০১:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪২ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক নাহিদ মিয়া। রাজনৈতিক কারণে তিনি নিজ ভোট দিতে না পারলেও সহকর্মীদের সমর্থনে সহজে জয় পেয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৫ জন ভোটারের মধ্যে ১৫ জনই ভোট প্রদান করেন। এতে নাহিদ মিয়া ৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৭ ভোট।
সাংবাদিক নাহিদ মিয়া বেসরকারি চ্যানেল এ ওয়ান এবং দৈনিক তরফ বার্তা পত্রিকার মাধবপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।এবারের নির্বাচনে সভাপতি পদে তোফাজ্জল হোসেন , সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান এবং অন্যান্য পদে প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে মাধবপুরের সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও রাজনৈতিক চাপ ও ভয়ের কারণে নাহিদ মিয়া কেন্দ্রে যেতে পারেননি বলে জানা গেছে।
ট্যাগসঃ


























