১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলি ৪৬ বন্দীর ‘বিদায়ী ছবি’ প্রকাশ করল হামাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সশস্ত্র শাখা গাজার অবশিষ্ট বেশিরভাগ বন্দীর একটি ‘বিদায়ী ছবি’ প্রকাশ করেছে। তারা সতর্ক করে দিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণ তাদের জীবন বিপন্ন করতে পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) আল-কাসসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে ৪৬ জন বন্দীর ছবি প্রকাশ করে। প্রতিটি ছবিতে ‘রন আরাদ’ নামে একজন ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটের নাম লেখা আছে। ১৯৮৬ সালে দক্ষিণ লেবাননে ওই পাইলট ‘নিখোঁজ’ হন, যাকে আজও পাওয়া যায়নি।

ছবির পাশাপাশি লেখা হয়েছে, ‘নেতানিয়াহুর একগুঁয়েমি এবং (সামরিক প্রধান) জামিরের আত্মসমর্পণের কারণে…. গাজা সিটিতে অভিযানের শুরুতে তোলা একটি বিদায়ী ছবি।’

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের বিশ্বাস গাজায় এখনো প্রায় ২০ জন বন্দী জীবিত আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ২০ জনেরও কম বন্দী জীবিত থাকতে পারে।

ট্রাম্প এবং নেতানিয়াহু বারবার বলেছেন, তারা সমস্ত জীবিত ও মৃত বন্দীকে ফিরিয়ে আনবেন এবং হামাসকে ‘ধ্বংস’ করবেন।

তবে হামাস বারবার সতর্ক করে আসছে, ইসরায়েলি আক্রমণ তীব্রতর হলে বন্দীদের জীবন বিপন্ন হবে। কেননা ইতোমধ্যে কয়েকজন ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন।

হামাসের এই ছবিটি প্রকাশের পর ইসরায়েলের শহরগুলোর রাস্তায় লাখ লাখ লোক আবারও সরকারের নিন্দা জানাতে নেমে এসেছে। তারা যুদ্ধের অবসান এবং সমস্ত বন্দীদের ফিরিয়ে আনার জন্য একটি তাৎক্ষণিক ও বিস্তৃত চুক্তির দাবি জানায়।

এই মাসের শুরুতে, হামাস দুই ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছে। এরও এক মাস আগে আরও দুই ক্ষীণকায় ইসরায়েলি বন্দীর ফুটেজ প্রকাশ হয়েছিল।

গাজা সিটির বৃহত্তম কেন্দ্রে কয়েক সপ্তাহ ধরে ভারী বিমান হামলা অব্যাহত থাকার পর ইসরায়েল সম্প্রতি স্থল আক্রমণ তীব্র করে। এর ফলে লাখ লাখ বাসিন্দা পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন