তাহিরপুরে বালু পাচারের দায়ে চার জনের কারাদণ্ড

- আপডেট সময়ঃ ০৬:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীরে জব্দ করা বালু কেটে পাচারের দায়ে চার জনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।
রবিবার রাতে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এই রায় দেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জব্দকৃত বালু কর্তন ও পাচার করছে এমন সংবাদে উপজেলার যাদুকাটা নদীতে রাত ৮ টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে জব্দকৃত বালু কর্তন ও পাচারের সময় বিশ্বম্ভরপুর উপজেলা মিয়ারচর গ্রামের আব্দুল জব্বার এর ছেলে বাচ্চু মিয়া (৪০), তাহের আলীর ছেলে ইছব আলী (৩০), আবুল কাশেমের ছেলে মাসুক মিয়া (১৯), জামালগঞ্জ উপজেলা উজ্জ্বলপুর গ্রামের রামগোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৫২) জনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ মাসের কারাদন্ড দিয়ে তাদের তাহিরপুর থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয়।
এ সত্যাতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। তিনি জানান, বালু চুরি ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, কারাদণ্ড প্রাপ্তদের সকালে কারাগারে পাঠানো হয়েছে।