মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর, সম্পাদক মনোয়ার

- আপডেট সময়ঃ ০৯:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে।

মৌলভীবাজার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মো. অলিউর রহমান সভাপতি ও মনোয়ার আহমদ রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ পদে নির্বাচন হয়। এতে অলিউর রহমান ৪২৩ ভোট ও মনোয়ার আহমদ ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হন। সিনিয়র সহসভাপতি পদে সারওয়ার মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রেজা নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম। এতে নির্বাচন কমিশনার ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও জেলা বিএনপির সদস্য আবুল কালাম বেলাল। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এ কে এম নুরুজ্জামান।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এম নাসের রহমান।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটিতে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে। কমিটির সবাই ভোটার। কাউন্সিলে ৬৩৯ ভোটারের মধ্যে ৬১৬ জন ভোট দেন। ভোট গ্রহণ ও গণনা শেষে রাত ৮টার দিকে ফল ঘোষণা করা হয়।