০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বড়লেখা সরকারি কলেজে নবীনদের ফুল ও কলম দিয়ে স্বাগত

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০১:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়, বড়লেখা সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানালো বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম উপহার দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানিয়েছেন কলেজের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিল শাহরিয়ার, ছাত্রদল নেতা ও শিক্ষার্থী শাহিন আফ্রিদি, ফয়সাল আহমদ, সালাউদ্দিন শুভ, সানোয়ার হোসেন তানবীর, মারওয়ান আলম , মারওয়ান বিন রহমান, সালমান আহমদ, আফজাল আহমদ প্রমুখ।

আজ সকালে কলেজে অরিয়েন্টেশন ক্লাশে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম তুলে দিয়ে বরণ করে নেয় তারা।নবীন বরণ অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা ছাত্রদলের কৃষি বিষয়য়ক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান, উপজেলা ছাত্রদল সদস্য ফয়জুর রহমান প্রমুখ কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

এই বিষয়ে, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্সের কাছে জানতে চাইলে মুঠোফোনে জানান “ আমি শারিরিক অসুস্থতার কারণে আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারি নি, তবে কলেজ ছাত্রদল ইউনিট ও কলেজ ছাত্রদলের আগামীর নেতৃত্ব তারা নবীন শিক্ষার্থীদের গোলাপ ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। সেই সঙ্গে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পড়াশোনা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কলেজ ছাত্রদল পাসে আছে সবসময়। কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে হেল্প ডেক্স সহ ভর্তীতে আর্থিক সহযোগিতা করেছে এবং আজকে অনুষ্ঠানের পরে ক্যাম্পাস, ক্লাস রুম পরিস্কার করেছে ছাত্রদল কলেজ শাখা। অতিতের মত আর কোন শিক্ষার্থী ও বিরুধী মতের ছাত্রনেতাদের ক্যাম্পাসে আমার মত নির্যাতিত না হতে হয় সেদিকে সব ছাত্র সংগঠনকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমি নবাগত সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম মুঠোফোনে বলেন ” ছাত্রদলের পক্ষ থেকে আমরা নবীন শিক্ষার্থীদের ফুল এবং কলম উপহার দিয়ে ক্যাম্পাসে বরণ করে নেই। অতিতে আমরা এই সুযোগ পাই নি কারণ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থী রেগিংয়ের স্বীকার হত। এই খারাপ দিকটা আমরা দূর করে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে আগামীর ছাত্ররাজনীতি এবং শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নিজেকে একজন উদ্যোগতা, কারিগরি শিক্ষা গ্রহণ, ব্যবসা, পার্ট টাইম চাকুরী করে শিক্ষার্থীরা যাতে জড়িত থাকে তাহলে দেশের আর্থিক উন্নতি হবে। তিনি আরো বলেন এইগুলার মাধ্যমে শিক্ষার্থীরা লাভবান হবেন জীবনে সফল হতে পারবেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে আমরা ছাত্রদল কলেজ ক্যাম্পাস পরিস্কার করি, অতিতে আমরা ইউনিট পৌর ছাত্রদলের পক্ষ থেকে কলেজে ময়লা ফেলার জন্য ডাস্টবিন উপহার দেই যাতে আমাদের ক্যাম্পাস আমরা সুন্দর রাখতে পারি।

নবাগত শিক্ষার্থী নাসিমা আক্তার জানান, “কলেজের প্রথমদিনে ছাত্রদলের ভাইদের থেকে ফুল, কলম ও পাব—এটা কখনো ভাবিনি। সত্যিই আমি মুগ্ধ।”

নবীন শিক্ষার্থী জুসেফ আহমদ বলেন, “বেশ অবাক লেগেছে। ভাবিনি কেউ এভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কলেজ জীবনের শুরুটা এত সুন্দর হবে, যা ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে।”

নবীন শিক্ষার্থী উমামা বলেন “এরকম উপহার পেয়ে সত্যিই আমরা খুবই আনন্দিত, এটা আমাদের পরবর্তী জীবনে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের এই কার্যক্রমকে, কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও সাধারণ শিক্ষার্থীরা অগ্রজদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন