বিয়ানীবাজারে প্রবাসী দুই সাংবাদিকের সাথে প্রেসক্লাবের মতবিনিময়

- আপডেট সময়ঃ ০৫:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মো: জাকির হোসেন ও চ্যানেল এস ইউকের স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ এর দেশে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রবাসী এই দুই সাংবাদিকের সাথে মতবিনিময় করেন বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।
এ সময় স্থানীয় সাংবাদিকতার অতীত ঐতিহ্য সমুন্নত রাখা, উন্নয়ন সাংবাদিকতায় গুরুত্বারোপ ও নির্ভিক-অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখা হয়। মো: জাকির হোসেন দেশে অবস্থানকালে দৈনিক সংবাদ এবং ফয়সল মাহমুদ দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। তারা বিয়ানীবাজার প্রেসক্লাবের উন্নয়ন-উন্নতিকল্পে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের সঞ্চালনায় সংবর্ধনা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, সিনিয়র সদস্য ফয়জুল হক শিমুল, সাংবাদিক ও প্রভাষক জহির উদ্দিন, প্রেসক্লাব সদস্য ইকবাল হোসেন, সামিয়ান হাসান, জসিম উদ্দিন, অরুণ বৈদ্য, মিছবাহ উদ্দিন, হাফিজুর রহমান তামিম, রুহেল আহমেদ, শোয়েব আহমদ, আব্দুল করিম, বাবলু আহমদ প্রমুখ।