০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে দৃঢ় নেতৃত্ব দেবেন তারেক রহমান: কাইয়ুম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৯:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, শর্তারোপ ও বাধা-বিপত্তি সৃষ্টি করা হচ্ছে। বিএনপি হলো সাধারণ মানুষের দল। দেশের অন্তত ৮০ শতাংশ মানুষ এখনও বিএনপিকে ভালোবাসে। তাই গত ১৭ বছরের বহুমুখী দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দেবেন। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য ও জনগণের আস্থা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাইয়ুম চৌধুরী আরও বলেন, নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনা আবারও প্রমাণ করেছে, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য অনুশোচনা করে না। সব অন্যায়ের বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, “মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে এসব মোকাবিলায় আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও যোগ করেন, “দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই কর্মসূচিই জাতিকে সুশাসিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্রের পথে এগিয়ে নেবে।”

সমাবেশে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আরিফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আপ্তাব উদ্দিন, আব্দুল মালিক মল্লিক, ময়নুল ইসলাম মঞ্জু, পাবেল রহমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য