বিয়ানীবাজারে ৫২টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যাপক নিরাপত্তা

- আপডেট সময়ঃ ০২:৫৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে।

উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিয়ানীবাজার উপজেলার ৫২টি মন্দির-মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মন্দিরে-মণ্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ ও রং দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলো। কয়েকদিন পরই রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এই সব প্রতিমা।
সূত্র জানায়, বিয়ানীবাজারে ৪১টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে পূজা উদযাপন করা হবে। সার্বজনীন মন্ডপে সরকারিভাবে ৫শ’ কেজি করে চাল সরবরাহ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীর মাধ্যমে শারদ উৎসব শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবীর বিসর্জন সম্পন্ন হবে। এদিন বিকেল ৫টার মধ্যে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বিয়ানীবাজার থানা পুলিশ ও আনসার বাহিনী। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান বলেন, প্রতিটি পূজা মণ্ডপে থাকবে সিসিটিভির ক্যামেরা। মোতায়েন থাকবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া সেনাবাহিনী ও র্যাব সদস্যরাও নিয়মিত টহল দিবেন ।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য বলেন, এই বছর পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। বাঙালী হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দুর্গা গর্জে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন। ধামরাই উপজেলার হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছে দেবী দুর্গাকে।
বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন বলেন, শারদীয় দুর্গাপূজা ও দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি পূজা মন্দিরে স্থানীয়ভাবে পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে থাকবে। আমরা এর সকল প্রস্তুতি গ্রহণ করেছি।