সিলেটে তৃতীয় দিনে পুলিশের অভিযানে ৪৫ যানবাহন আটক, ১২ মামলা

- আপডেট সময়ঃ ১২:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে।

সিলেট নগরে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অভিযানের তৃতীয় দিনে মোট ৪৫টি যানবাহন আটক করা হয়।
এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে।
একই দিনে বিভিন্ন আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধে পাঁচটি, ট্রাকের বিরুদ্ধে দুটি, মাইক্রোবাসের বিরুদ্ধে দুটি, প্রাইভেটকারের বিরুদ্ধে দুটি এবং একটি পিকআপের বিরুদ্ধে মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানে প্রথম দিনে ৮৭টি যানবাহন আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের অভিযানে আরও ১০৫টি যান আটক ও ৩২টি মামলা হয়।
উল্লেখ্য, সড়কে শৃঙ্খলা ফেরাতে গত সপ্তাহে এসএমপি পাঁচ দফা নির্দেশনা জারি করে। এতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়।