০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় জিরা বোঝাই ট্রাক জব্দ

মাধবপুর প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৫:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৮ বার পড়া হয়েছে।

হবিগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ৫৫ বিজিবি’র একটি চৌকস টহলদল এ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকার বেশি।

বিজিবি সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা অভিনব কৌশলে এ চোরাচালানের চেষ্টা করছিল। আটক ট্রাকটি দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,“চোরাকারবারীরা যতই কৌশল পাল্টাক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।” জব্দকৃত ট্রাক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন