জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিস্টদের বিচার করতে হবে: শাহীনূর পাশা

- আপডেট সময়ঃ ০৭:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা কর্মসূচি জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুময়া জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনাঈম শাহীন কামালীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি, আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী, জামেয়া দারুল কোরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাসিক তৌহিদী পরিক্রমার সম্পাদক জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা নূরুল আলম খান জাহাঙ্গীর, জেলা উপদেষ্টা সৈয়দ মাওলানা আমিরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, মাওলানা সৈয়দ সানাওর আলী, মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা নূরুজ্জামান, মুফতী আকমল হোসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মাওলানা তারেক আহমদ, মাওলানা ফজলে রাব্বী মারুফ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস উপজেলা সভাপতি হাফিজ শায়েখ আহমদ মামুন, মাওলানা নূরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাদের রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে, তাদের হত্যার বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিস্টদের বিচার, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংস্কার ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন সম্ভব নয়। এই দাবিগুলো পূরণ করলেই কেবল নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি হবে।
সমাবেশে বক্তারা আগামী নির্বাচনের পূর্বে জগন্নাথপুর-শান্তিগঞ্জে সংগঠনের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করে রিক্সা প্রতীকের প্রার্থীর পক্ষে গণজোয়ার তৈরী করে আমিরে মজলিস শায়খুল হাদিস অধ্যাপক আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে।