সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

জামিন পেয়েছেন বাসদ নেতা আবু জাফর ও প্রণব পাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২০ বার পড়া হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল জামিন পেয়েছেন। সোমবার সকালে তারা আদালত জামিন পান।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বাসদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে জাফর ও প্রণবকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাদের যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের দাবিতে আন্দোলন থেকে যানবাহন ভাঙচুরের দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

আবু জাফর ও প্রণব জ্যোতি পালের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম বিক্ষুব্ধ হয়ে ওঠে। বাম গণতান্ত্রিক জোট সিলেটে মিছিল ও সমাবেশ করে তাদের মুক্তির দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন