০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বল হাতে এশিয়া কাপের শীর্ষ পাঁচে যারা, আছেন এক বাংলাদেশিও

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮০ বার পড়া হয়েছে।

টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপের ফাইনাল হয়েছে ফাইনালের মতো। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে গতকাল (২৮ সেপ্টেম্বর) নেমেছে এশিয়া কাপের পর্দা। যেখানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দলটির একজন বোলার হয়েছেন শীর্ষ উইকেট সংগ্রাহক। তবে সেরা পাঁচে আধিপত্য পাকিস্তানিদেরই। এছাড়া আছেন এক বাংলাদেশিও।

বোলিংয়ে সবার সেরা ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ভারতের হয়ে ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। এই চায়নাম্যান বোলার ওভারপ্রতি মাত্র ৬.২৭ করে রান খরচ করেছেন। ফাইনালে ৪ উইকেটসহ টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করেছেন এই বোলার। সবমিলিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরেই ছিলেন কুলদীপ।

বোলিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন শাহীন শাহ আফ্রিদি। ৭ ম্যাচে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা ও সব মিলিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার তিনি। টুর্নামেন্টে ওভারপ্রতি রান খরচ করেছেন ৬.৬০ করে। তৃতীয় অবস্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী। সুপার ফোরে খেলতে না পারলেও মাত্র ৩ ম্যাচেই ৯ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ৩২ বছর বয়সী পেসার।এই তালিকায় পরের নামটা বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানের। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা দ্য ফিজের ৬ ম্যাচে উইকেট সংখ্যা ৯টি। ফাইনালে বাজে বোলিং করলেও হারিস রউফ আছেন সেরা পাঁচে। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা রউফ ফাইনালে একেবারেই ভালো করতে পারেননি। সবমিলিয়ে টুর্নামেন্টে তার খেলা ৫ ম্যাচে ১৮.৩৩ গড়ে শিকার করেছেন ৯ উইকেট।

একনজরে এশিয়া কাপে সেরা সেরা পাঁচ বোলার:

কুলদীপ যাদব – ১৭ উইকেট (৭ ইনিংস)
শাহীন শাহ আফ্রিদি – ১০ উইকেট (৭ ইনিংস)
জুনায়েদ সিদ্দিকী – ৯ উইকেট (৩ ইনিংস)
মুস্তাফিজুর রহমান – ৯ উইকেট (৬ ইনিংস)
হারিস রউফ – ৯ উইকেট (৫ ইনিংস)

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন