বিয়ানীবাজারে বিভিন্ন দপ্তর ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিসি

- আপডেট সময়ঃ ১২:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলার সরকারি দপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। সোমবার বিকালে সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন ও সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সামসুজ্জামানসহ পদস্থ কর্মকর্তাদের নিয়ে বিয়ানীবাজার উপজেলার সরকারি দপ্তর পরিদর্শন করেন।
জেলা প্রশাসক সরেজমিন পরিদর্শন শুরু করেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে। দীর্ঘ সময় নিয়ে তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের সেবার মানে কি পর্যায়ে রয়েছে সেটির খোঁজ নেন। এ সময় হাসপাতালের দায়িত্বশীলরা জানান, কোন ছুটি না নিয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ চিকিৎসক বিদেশ গমনের কারণে চিকিৎসক সংকট চরম পর্যায়ে রয়েছে। এর পরে তিনি বিয়ানীবাজার থানায় রোটিন পরিদর্শনে যান এবং থানা কমপ্লেক্স ঘুরে দেখেন। বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামানসহ থানা পুলিশের পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ ভাল। ভবনও ভাল রয়েছে। এখানে শুধু জনবল সংকট। ছুটি না নিয়ে পাঁচ চিকিৎসক বিদেশ চলে যাওয়ায় চিকিৎসক সংকট রয়েছে। এখানকার দায়িত্বশীল একাই সবকিছু সামাল দিচ্ছেন। জনবল সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং যারা দীর্ঘদিন অনুপস্থিত সরকারি চাকরির নিয়ম মেনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
বিয়ানীবাজার উপজেলা ও থানাসহ সরকারি দপ্তর পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি দাসগ্রামে কালাচান্দ মন্দিরে স্থাপিত দুর্গাপুজার মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মের পূজারীদের সাথে কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মো। সারোয়ার আালম বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ ভূখন্ডে সব ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে ধর্মের মধ্যে যে সম্প্রীতি সেটি অন্য উচ্চতা রয়েছে। সনাতন ধর্মের মানুষ দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর কোন কিছুর আশংকা নেই।
সিলেটের জেলা প্রশাসকের বিয়ানীবাজার উপজেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। প্রত্যেক দপ্তর পরিদর্শনকালে দাপ্তরিক কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।