০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনামঃ
মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, দুই নৌকাসহ আটক ২৪

অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে।

চট্টগ্রাম থেকে ‘মিয়ানমারের পাচারের’ সময় ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় ২৪জনকে আটক করা হয়েছে।
সোমবার গভীররাতে বঙ্গোপসাগরের বহির্নোঙরে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোস্ট গার্ড বলছে, রাত ১টার দিকে বহির্নোঙর সমুদ্র এলাকায় ‘বিশেষ অভিযান’ পরিচালনা করে কোস্ট গার্ড চট্টগ্রাম বেইসের একটি দল। এসময় কার্গো বোট থেকে ফিশিং বোটে স্থানান্তরের সময় ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ এবং পাচার কাজে ব্যবহৃত দুটি বোটসহ ২৪ পাচারকারীকে আটক করা হয়।
শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব সিমেন্ট মিয়ানমারে পাচার করা হচ্ছিল জানিয়ে বাহিনীটি বলছে, এর বিনিময়ে মাদক আনার পরিকল্পনা করেছিল পাচারকারীরা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ট্যাগসঃ