হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

- আপডেট সময়ঃ ০৪:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের লাখাই উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মনতৈল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মনতৈল গ্রামের ফরিদ মিয়া ও নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ এবং সামাজিক আধিপত্য নিয়ে উত্তেজনা চলছিল। এর জের ধরেই বুধবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া বলেন, ‘ঘটনার পর এলাকাটি এখন শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’