০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

কানাডায় প্রিমিয়ার হবে অভিবাসন নিয়ে নির্মিত সিনেমা ‘শেকড়’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে।

প্রসূন রহমান পরিচালিত সিনেমা ‘শেকড়’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে কানাডার টরন্টোতে। আগামী ১৮ অক্টোবর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)-তে সিনেমাটি প্রদর্শিত হবে।অভিবাসন, আত্মপরিচয় ও শেকড়ের টানে ফিরে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও আইশা খান। আরও অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরীসহ অনেকে। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান।

বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

জানা গেছে, দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া। ১৮ অক্টোবর এই উৎসবে শেকড় সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন প্রসূন রহমান। সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে উৎসবে উপস্থিত থাকবেন নির্মাতা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন