১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

বিয়ানীবাজারে গণঅভ্যুত্থানে শহীদ ৫টি পরিবার পেলো ঈদ উপহার

মিসবাহ উদ্দিন :
  • আপডেট সময়ঃ ০১:১৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বিয়ানীবাজারের ৫টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবারগুলোর মধ্যে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মুস্তাফা মুন্না, বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ। এছাড়াও শহীদ পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা মূল্যমানের পণ্য এবং ২৫ কেজি করে চাল উপহার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার উজ জামান বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জেলা প্রশাসক মহোদয়ের আদেশে ঈদ উপলক্ষে শহিদ পরিবারগুলোদের মাঝে উপহার দিতে পেরে অনেক আনন্দ লাগছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে প্রশাসন সবসময় আছে থাকবে। যে কোনো সময়ে, যেকোনো প্রয়োজনে। তিনি আরও বলেন, এই ক্ষতিটা আসলে অপূরণীয়, আমরা পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বিয়ানীবাজারে গণঅভ্যুত্থানে শহীদ ৫টি পরিবার পেলো ঈদ উপহার

আপডেট সময়ঃ ০১:১৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বিয়ানীবাজারের ৫টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবারগুলোর মধ্যে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মুস্তাফা মুন্না, বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ। এছাড়াও শহীদ পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা মূল্যমানের পণ্য এবং ২৫ কেজি করে চাল উপহার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার উজ জামান বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জেলা প্রশাসক মহোদয়ের আদেশে ঈদ উপলক্ষে শহিদ পরিবারগুলোদের মাঝে উপহার দিতে পেরে অনেক আনন্দ লাগছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে প্রশাসন সবসময় আছে থাকবে। যে কোনো সময়ে, যেকোনো প্রয়োজনে। তিনি আরও বলেন, এই ক্ষতিটা আসলে অপূরণীয়, আমরা পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন