০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

উন্নত ক‍্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হতে হবে: ড. তাজ উদ্দিন

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৮:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ২০২৫ এর নবীনবরণ অনুষ্ঠান রোববার (০৫ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন অতিবাহিত করেন আনন্দমুখর পরিবেশে। শিক্ষার্থীদের সাথে বিপুল সংখ্যক অভিভাবক প্রাকৃতিক ছায়াঘেরা লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ও অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জীবনে উন্নতি করতে হলে শৃংখলা বজায় এবং নিয়ম মেনে চলতে হবে। তিনি বলেন, সন্তানদের সুশিক্ষিত করে ঘরে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বও অনেক। তরুণ এই শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত করে সমাজ ও দেশের উন্নয়নে দক্ষ মানব সম্পদে পরিনত করতে এবং এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ‍্যমে কাজ করার আহবান জানান তিনি।

নবীন শিক্ষার্থীদের লিডিং ইউনিভার্সিটিতে স্বাগত জানিয়ে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, উন্নত ক‍্যারিয়ার গড়তে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের জুনিয়র স্কলার এবং শিক্ষকদেরকে সিনিয়র স্কলার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পড়াশোনা এবং গবেষণার জন‍্য শিক্ষার্থীদেরকে শিক্ষকদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করতে হবে। তিনি জানান লিডিং ইউনিভার্সিটি ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় গবেষণা উপ-প্রকল্পের কাজ পেয়েছে এবং গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, মানব সম্পদ তৈরি করার জন‍্যই তিনি বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং লিডিং ইউনিভার্সিটি সে লক্ষ্যেই উন্নীত হচ্ছে। পরিশেষে আজকের এ সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন‍্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

নবীনবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন  ড. মো. রেজাউল করিম, ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফের ডা. মো. আব্দুল মজিদ মিয়া, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, সকল বিভাগের বিভাগীয় প্রধানদের পক্ষে ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ।

নবীনবরণ অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থী হিসেবে অনুভূতি ব‍্যক্ত করেন ইইই বিভাগের শিক্ষার্থী অদিতি ধর অন্না এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম।

লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ‍্যাপক মিসেস জহুরা জামিন জোহা এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামেউর রহমান, পবিত্র গীতা পাঠ করেন সিএসই বিভাগের শিক্ষার্থী জগন্নাথ দাস তালুকদার। পরবর্তীতে অনুষ্ঠানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন