০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষের চালান আটক

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৬:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে।

সিলেটে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু এবং মহিষের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়েছে। এসময় ২৩৭টি ভারতীয় অবৈধ গরু ও ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

বিজিবি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের অর্ন্তগত ইটাচোকী নামক স্থানে বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে ২৩৭টি ভারতীয় অবৈধ গরুর চালান জব্দ করে। এছাড়াও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২টি এবং অপর একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মহিষ সহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত অবৈধ গরু এবং মহিষের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।

এবিষয়ে প্রেস ব্রিফিং করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ জানান, এপর্যন্ত যত চোরাচালান আটক করা হয়েছে, তারমধ্যে এটিই সবচেয়ে বড় ভারতীয় গরু আটকের অভিযান। এর আগে এরকম বা এতটি ভারতীয় গরু একসাথে আটক করা হয়নি। আমাদের এধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন