০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় থাকতে হবে: আনিসুল হক

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
  • আপডেট সময়ঃ ০৮:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ১৩৯ বার পড়া হয়েছে।

দেশ ও দলের স্বার্থে শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে নেতাকর্মীদেরকে মাঠে সক্রিয় থাকার আহবান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পৌঁছে দিতে হবে। তারেক রহমানের হাতে শক্তিশালী করতেই কাজ করতে হবে।

বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামে ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সভায় প্রধান অতিথির বক্তব্য কথা গুলো বলেন।

উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাদল মিয়া এ-র সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক এনাম এর সঞ্চালনায় আনিসুল হক আরও বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, জনগণের পাশে থেকে বিএনপির আদর্শ কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে,আমি গত ১৭ বছরে ধরে সেই করে ছিলাম আর আগামীতেও মাঠে থেকে করবো,থাকবো দলের স্বার্থে, জনগনের স্বার্থে।

সভায় তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মী,সমর্থক ও শুভানুধ্যায়ীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপজেলা ৭টি ইউনিয়নের বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন