০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনামঃ
ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন থেকে আসা যাত্রী

সিলেট ব্যুরো
- আপডেট সময়ঃ ০৬:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৩৬ বার পড়া হয়েছে।

সিলেট-লন্ডন রুটের বিমানের একটি ফ্লাইটের এক যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙ্গে দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা এ ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে।
অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে।
বর্তমানে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা। তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যাগসঃ




















