০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সুজন’ সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী আর নেই

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে।

‘সুশাসনের জন্য নাগরিক–সুজন’ সিলেট বিভাগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফারুক মাহমুদ চৌধুরী ( ৬৭) নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শারীরিক অসুস্থতা নিয়েই গত মাসে নিউইয়র্কে আসেন। সম্প্রতি শারীরিক জটিলতা বাড়ায় তাকে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ অক্টোবর শুক্রবার ) দুপুরের কিছু পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন সিলেট অঞ্চলের একজন সুপরিচিত সমাজকর্মী ও মানবিক উদ্যোগের অগ্রদূতদের একজন। সামাজিক সংগঠন সুজন সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছিলেন। তাঁর দুই পুত্র নিউইয়র্কপ্রবাসী।

কমিউনিটি সংগঠক জুয়েল চৌধুরী জানান, ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ উডসাইডের আহলে বায়াত মসজিদ ফিউনারেল হোমে নেওয়া হবে। জানাজাও সেখানে অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে বলে তিনি জানান।
ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন