অপ্রীতিকর পরিস্থিতিতে শাকসু নির্বাচন বন্ধের হুঁশিয়ারি: ১২ অক্টোবর রোডম্যাপ ঘোষণা

- আপডেট সময়ঃ ১২:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে।

অবশেষে হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন। আগামী রোববার (১২ অক্টোবর) নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে নির্বাচন হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। এদিকে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে রয়েছে সংশয়।
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্রসংসদ নির্বাচন নিয়ে সরগরম তখন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকেন্দ্রিক কোনো আলোচনাই নেই।
তবে গত জুলাইয়ে শাকসু নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করে ছাত্র সংগঠনগুলো। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১৩ জুলাই আট সদস্যবিশিষ্ট প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর কমিটি গঠনের তিন মাস পর সেই প্রতিবেদন উপাচার্যের কাছে আসে ৮ অক্টোবর।
অবশেষে প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে আগামী ১২ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে উপাচার্য জানান, নির্বাচন কমিটিতে কমিশনারসহ অন্যান্য পদে শিক্ষকরা আগ্রহী না হওয়ায় নতুন সংকট সৃষ্টি হয়েছে।
শাবপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘এখন আমরা চিন্তা করছি, নির্বাচন কমিশন ঘোষণা করে নির্বাচনটা দেয়ার জন্য। উইদইন শর্ট টাইমে আমরা চেষ্টা করবো আরকি, যদি কোনো অকারেন্স হয়, তাহলে এ নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। অকারেন্স না হলেই নির্বাচনটা হবে। আমরা চাই ছাত্ররা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুক।’
তবে নির্বাচনের পরিবেশ নিয়ে ভিন্নমত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ছাত্রসংগঠনগুলোর। কেউ বলছেন, নির্বাচন যাতে না হয় এমন নানা কর্মকাণ্ডে ব্যস্ত বিশ্ববিদ্যালয়। আবার কেউ বলছেন, বিশ্ববিদ্যালয়ে কোনো সহনশীল পরিবেশ নেই যেখানে নির্বাচন হতে পারে।
শাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফয়সল আহমদ বলেন, ‘প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে গাফিলতি করছে। আমরা দেখছি, একের পর এক ইস্যু ক্রিয়েট করছে তারা, কীভাবে শাকসু বানচাল করে দেয়া যায়।’
শাবিপ্রবি ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক শাকিল মাহমুদ বলেন, ‘ভিসি স্যারের শুধু একটা মৌখিক বক্তব্যই আমরা পেয়েছি। কোনো রোডম্যাপ এখনও ঘোষণা করেনি।’
শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাহাত হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা যদি ছাত্রসংসদ নির্বাচন অতিদ্রুত চায়, ছাত্রদল অবশ্যই সেখানে পূর্ণাঙ্গ প্যানেলসহ অংশগ্রহণ করবে, এখানে কোনো সন্দেহ নেই।’
দেশের উত্তরপূর্বাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালের পর আর কোনো কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন হয়নি।