০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মঞ্চে শুভশ্রীকে দেবের কথা মনে করিয়ে দিলেন শান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৪৫ বার পড়া হয়েছে।

ক্যারিয়ারের রজত জয়ন্তী উদযাপনে কলকাতায় মঞ্চ মাতালেন ভারতের জনপ্রিয় গায়ক শান। এদিন তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মঞ্চে এ সময় শুভশ্রীকে নায়ক দেবের কথা মনে করিয়ে দেন, সঙ্গে স্মৃতি উস্কে দেন দর্শকদের।

এদিন শুভশ্রীকে দেখে শান সরাসরি বলেন, “দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না…”। শুভশ্রী উত্তর দিলেন ‘হ্যাঁ দেখেছি তোমাকে শ্রাবণে’। এরপরই শান গাইতে শুরু করেন এই গান, গায়কের সঙ্গে গলা মেলান শুভশ্রীও।

দর্শকদের কাছে এই গান যেন পুরনো স্মৃতির ফেরান। ‘চ্যালেঞ্জ’ ছবির এই গান এখনও একই রকম জনপ্রিয়; সেটিও স্পষ্ট হয় এদিন। এই ছবির মাধ্যমেই দর্শকরা প্রথম দেব ও শুভশ্রী জুটি হিসেবে দেখতে পান। এরপর থেকেই পর্দায় এবং বাস্তবে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তারা।দেব-শুভশ্রী একসঙ্গে মাত্র ছয়টি ছবি করেছেন। তবে এই জুটির জনপ্রিয়তার প্রমাণ দেখা গেছে ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে। দীর্ঘ ১০ বছর পর ছবির মুক্তির জন্য দর্শকদের অপেক্ষা দীর্ঘ ইতিহাস সৃষ্টি করেছিল। তবে ‘ধূমকেতু’ মুক্তির পর বিশেষ কিছু কারণে দেব ও শুভশ্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। অনেকেই ভেবেছিলেন, বন্ধুত্বের সম্পর্ক থেকে আবার হয়তো কথা বলা বা মুখ দেখাদেখি বন্ধ করে দেবেন তারা। তবে শোনা যাচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়েছে। এমনকী দেব সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছেন, তিনি অবশ্যই শুভশ্রীর সঙ্গে কাজ করতে চান, ওই ভুল বোঝাবুঝি কিছুই নয়। পরবর্তী সময়ে নিশ্চয়ই কাজ করবেন।শুভশ্রী নিজেও একাধিকবার জানিয়েছেন, অতীত নিয়ে তিনি বেশি ভাবেন না; বর্তমান এবং ভবিষ্যৎই তার জন্য গুরুত্বপূর্ণ। স্বামী রাজ এবং দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে নিয়ে তিনি বর্তমানে সুখের সংসার চালাচ্ছেন। এ সময়ও কাজের মধ্যে ব্যালেন্স বজায় রেখেছেন। দেবও এই বিষয়টি প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন