০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বিয়ানীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিনের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৯:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন (৬০) আর নেই। তিনি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন).। শনিবার বেলা ২.১৫ মিনিটে জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে তিলপাড়া ইউনিয়নসহ পুরো বিয়ানীবাজার জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এমাদ উদ্দিন ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনদরদী মানুষ। সমাজসেবায় তাঁর আন্তরিকতা ও এলাকার উন্নয়নে অবদান সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি একজন পেশাদার ঠিকাদার ছিলেন। তিলপাড়ার দাসউরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

চট্রগাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা এমাদ উদ্দিন একাধিকবার ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করলেও একবারই তিনি জয়লাভ করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন